ঢাকা শনিবার, ৬ই ডিসেম্বর ২০২৫, ২৩শে অগ্রহায়ণ ১৪৩২


কক্সবাজারে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার


প্রকাশিত:
২৯ নভেম্বর ২০২৫ ১৪:৩৬

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর ২০২৫) ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, কক্সবাজার পৌরসভাস্থ বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে অভিযান চলাকালে বাস টার্মিনাল থেকে বাজারঘাটাগামী একটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। সংকেত পেয়ে সিএনজিতে থাকা যাত্রীরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিক ধাওয়া করে তিনজনকে আটক করে।

পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে ১টি দেশীয় তৈরি এলজি ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১. সাইফুল ইসলাম (৩০), পিতা মৃত খোরশেদ আলম, দক্ষিণ রুমালিয়ার ছড়া, পিটি স্কুল এলাকা, ৭নং ওয়ার্ড, কক্সবাজার সদর।
২. মো. রিদুয়ান হোসাইন (২০), পিতা মো. ইউনুছ, করিম সিকদার পাড়া, ৬নং ওয়ার্ড, ভারুয়াখালী, কক্সবাজার সদর।
৩. মো. ফাহিম (২০), পিতা মো. বাবুল, করিম সিকদার পাড়া, ৬নং ওয়ার্ড, ভারুয়াখালী, কক্সবাজার সদর।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস।