ঢাকা বৃহঃস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬, ১৭ই মাঘ ১৪৩২


কুড়িগ্রাম-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা


প্রকাশিত:
১ জানুয়ারী ২০২৬ ২২:৫৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনে জমা পড়া ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত জানান রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান।

সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত যাচাই কার্যক্রম চলে। কাগজপত্র যাচাই, তথ্য মিলিয়ে দেখা এবং আইনগত দিক বিবেচনার পর কোনো প্রার্থীর মনোনয়ন বাতিলের প্রয়োজন হয়নি। ফলে আসনটিতে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র আরও বিস্তৃত হলো বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

বৈধ ঘোষিত প্রার্থীদের তালিকা
* সাইফুর রহমান রানা – বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
* বিন ইয়ামিন মোল্লা – গণঅধিকার পরিষদ।
* আনোয়ারুল ইসলাম – বাংলাদেশ জামায়াতে ইসলামি।
* হারিসুল বারী রনি – ইসলামী আন্দোলন বাংলাদেশ।
* মোস্তাফিজুর রহমান মোস্তাক – জাতীয় পার্টি।
* আব্দুল হাই সরকার – জাকের পার্টি।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, “নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জমাকৃত কাগজপত্র, তথ্য ও আইনগত বিষয়াদি যাচাই করা হয়েছে। সঠিক তথ্য ও কাগজপত্র উপস্থাপনের ভিত্তিতে ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।”

মনোনয়ন বৈধ ঘোষণার পর কুড়িগ্রাম-১ আসনের নির্বাচনী মাঠ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে বলে জানা গেছে। মাঠ পর্যায়ে সমর্থক ও দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি ইতোমধ্যে তীব্রতর হয়েছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী নির্ধারিত সময় শেষে মনোনয়ন প্রত্যাহার প্রক্রিয়া শেষ হলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রচার-প্রচারণা।