ঢাকা শনিবার, ৬ই ডিসেম্বর ২০২৫, ২৩শে অগ্রহায়ণ ১৪৩২


টেকনাফে বিজিবির সাঁড়াশি অভিযানে আগ্নেয়াস্ত্রসহ সশস্ত্র সন্ত্রাসী গ্রেফতার।।


প্রকাশিত:
২৯ নভেম্বর ২০২৫ ১৪:৩৮

টেকনাফের গোদার বিল এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে দেশীয় তৈরি দুটি আগ্নেয়াস্ত্রসহ এক সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) ভোররাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, সম্প্রতি গোদার বিল ও মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় একটি সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে পর্যটক, যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের লক্ষ্য করে ছিনতাই, অপহরণ ও চাঁদাবাজি করে আসছিল। এসব তথ্যের ভিত্তিতে ২ বিজিবি অধিনায়কের নির্দেশে ভোর ৪টা ৫০ মিনিটে গোদারবিল এলাকায় একাধিক আভিযানিক দল মোতায়েন করা হয়।

অভিযান চলাকালে গোদারবিল এলাকার বাসিন্দা ইমাম হোসেনের বাড়ি চারদিক থেকে ঘিরে ফেলে বিজিবি। পরে পেশাদারিত্বের সঙ্গে অভিযান পরিচালনা করে দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ নুর আহম্মদ (২৫) নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়। তবে ইমাম হোসেনসহ চক্রের আরও কয়েকজন সদস্য অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পলাতকদের গ্রেফতারে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

ধৃত আসামি

নুর আহম্মদ (২৫), পিতা মকবুল আহম্মদ, গ্রাম গোদারবিল, ৬নং ওয়ার্ড, টেকনাফ সদর, কক্সবাজার।

পলাতক আসামি

ইমাম হোসেন, পিতা আবদুল জব্বার, গ্রাম গোদারবিল, টেকনাফ সদর।

অজ্ঞাত ২–৩ জন সহযোগী।


জব্দকৃত আলামত

পাইপগান ১টি

ওয়ান সুটারগান ১টি

মোবাইল ফোন ১টি

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানান, “অভিযান চলাকালে সন্ত্রাসীদের একাধিক গোপন আস্তানা ও চলাচলের রুট চিহ্নিত করা হয়েছে। তারা পর্যটক ও সাধারণ মানুষের গতিপথে ওৎ পেতে থেকে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই ও অপহরণ করত। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। সীমান্তকে অপরাধমুক্ত করতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জব্দ করা অস্ত্র টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।