ঢাকা রবিবার, ৭ই ডিসেম্বর ২০২৫, ২৩শে অগ্রহায়ণ ১৪৩২


সাংবাদিক আরজু আকন্দসহ ৮ জনের নামে মিথ্যা মামলা করায় দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা


প্রকাশিত:
৬ ডিসেম্বর ২০২৫ ২০:৫৫

দৈনিক জামালপুর দিনকাল পত্রিকার প্রকাশক আলহাজ্ব মো. আরজু আকন্দসহ ৮ জনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা বাতিলের দাবিতে শহরের কথাকলি মার্কেটে সমিতির অস্হায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে 'স্বৈরাচার আওয়ামী লীগের দোসর' জাহিদুল হক সেলিম ও তার সশস্ত্র ক্যাডার রাশেদুল হাসান নওশাদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছেন বাংলাদেশ দলিল লেখক সমিতি জামালপুর জেলা শাখা।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে জামালপুর জেলা দলিল লেখক সমিতির সহ সভাপতি ফজলুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিল লেখক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হানিফ উদ্দিন, ওবাইদুর রহমান,ফেরদৌসুর রহমান,সদস্য,আলী আকবর, সি. সহ সভাপতি, জাহাঙ্গীর আলম জাহান, সাংগঠনিক সম্পাদক, ফারুক হোসেন তালুকদার, সহ সভাপতি, আবিদুর রহমান, সহ সাধারণ সম্পাদক, ফিরোজ উদ্দীন, সদস্য,সেলিম আজাদ সদস্যসহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম-মহাসচিব, জামালপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি, দৈনিক জামালপুর দিনকাল ও সাপ্তাহিক উর্মিবাংলা পত্রিকার প্রকাশক জামালপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জামালপুর সিটি প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা, দেওয়ানপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও এপেক্সিয়ান আলহাজ্ব মো. আরজু আকন্দ একজন সজ্জন মানুষ। তাঁকেসহ ৮জন সাংবাদিক ও দলিল লেখকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। একটি সড়ক দুর্ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতেই সাজানো হয়েছে মিথ্যা মামলা। শহরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করলেই পরিষ্কার হয়ে যাবে ঘটনাটি।

বক্তারা ঘটনাটি তদন্ত করে এই মিথ্যা মামলাকারীদের স্বৈরাচার আওয়ামী লীগের দোসর জাহিদুল হক সেলিম ও তাঁর সশস্ত্র ক্যাডার রাশেদুল হাসান নওশাদকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।