ঢাকা সোমবার, ৮ই ডিসেম্বর ২০২৫, ২৪শে অগ্রহায়ণ ১৪৩২


মিয়ানমারে পণ্য পাচার রোধে গর্জনিয়া বাজারে পুলিশের সচেতনতামূলক অভিযান


প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০২৫ ০০:২২

মিয়ানমারের দিকে বাংলাদেশি পণ্য পাচার রোধে কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া বাজারে ব্যাপক সচেতনতামূলক অভিযান চালিয়েছে গর্জনিয়া পুলিশ ফাঁড়ি। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি–তদন্ত) পুলিশ ইন্সপেক্টর শোভন কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি টিম বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে দোকানদারদের সতর্কতামূলক বক্তব্য প্রদান করেন।

অভিযানে বাজারের ব্যবসায়ীদের মিয়ানমারে পণ্য পাচারের ঝুঁকি, আইনি দায়দায়িত্ব এবং জাতীয় অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব সম্পর্কে অবহিত করা হয়। একইসঙ্গে সীমান্তঘেঁষা এলাকায় অবৈধ ক্রস-বর্ডার বাণিজ্য রোধে সবাইকে সজাগ থেকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

পুলিশ ইন্সপেক্টর শোভন কুমার সাহা বলেন, “আমরা স্থানীয় ব্যবসায়ীদের সচেতন করতে মাঠে নেমেছি। দেশের ক্ষতি হয় এমন কোনো কার্যক্রম বরদাস্ত করা হবে না। কেউ যদি এ ধরনের অবৈধ কাজে জড়িত থাকে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানের সময় ব্যবসায়ীরা পুলিশের উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ পাচার রোধে সহযোগিতা করার আশ্বাস দেন।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা জানান, সীমান্তঘেঁষা এলাকায় নিত্যপণ্যের পাচার রোধে নিয়মিত নজরদারি ও ভ্রাম্যমাণ সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।