রামু থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দিলেন মনিরুল ইসলাম ভূঁইয়া
রামু থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন জনাব মনিরুল ইসলাম ভূঁইয়া। গত ৮ ডিসেম্বর সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
জানা গেছে, দায়িত্ব গ্রহণের পরই ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া থানার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং রামু এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে তিনি বলেন, “রামুর মানুষকে নিরাপদ রাখা এবং অপরাধ দমনে নিরলসভাবে কাজ করব। কমিউনিটি পুলিশিংকে আরও শক্তিশালী করে জনসেবা নিশ্চিত করা হবে।”
উল্লেখ্য, জনাব মনিরুল ইসলাম ভূঁইয়া এর আগে বিভিন্ন থানায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং একজন সৎ, সক্রিয় ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিত।
তার যোগদানে রামুর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে স্থানীয় সর্বস্তরের মানুষের প্রত্যাশা।
