গর্জনিয়া পুলিশ ফাঁড়ি ও বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে নবাগত ওসি মনিরুল
কক্সবাজারের রামু থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া দায়িত্ব গ্রহণের পরদিনই আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় মাঠে নেমেছেন। ১০ ডিসেম্বর তিনি কাউয়ারখোপ ও কচ্ছপিয়া ইউনিয়নের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র সরেজমিনে ঘুরে দেখেন এবং নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করে নিরাপত্তায় ভোটাররা ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের উপর গুরুত্বারোপ করেন।
আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি পর্যালোচনা কালে ভোট কেন্দ্র গুলোর আশপাশের লোকজনের সাথে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
নবাগত রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল বলেন, “নিরাপদ ও শান্তিপূর্ণ ভোটদানের পরিবেশ নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।”
দিনশেষে তিনি গর্জনিয়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন। ফাঁড়ির ইনচার্জ শোভন কুমার সাহা ও পুলিশ সদস্যরা নবাগত ওসি কে স্বাগত জানান। আলোচনায় নবাগত ওসি গর্জনিয়া–কচ্ছপিয়া অঞ্চলের আইনশৃঙ্খলা আরও উন্নত করতে সমন্বিত উদ্যোগ ও নিয়মিত তদারকির ওপর গুরুত্ব আরোপ করেন।
সৎ, দক্ষ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিত ওসি মনিরুলের যোগদানে এলাকার মানুষদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।
