ঢাকা বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫, ৩রা পৌষ ১৪৩২


কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত


প্রকাশিত:
১৬ ডিসেম্বর ২০২৫ ২০:২৫

মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে মহান বিজয় দিবসের সূচনা করা হয়। পরে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান বলেন, “মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণার উৎস। মহান বিজয়ের চেতনাকে ধারণ করে কক্সবাজার জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে।”

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করেই জনগণের জানমাল রক্ষা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সেবা প্রদানে কক্সবাজার জেলা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় অতিরিক্ত ডিআইজি (ট্যুরিস্ট পুলিশ) মোঃ আপেল মাহমুদ, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, মোহাম্মদ সামীম কবীর, অলক বিশ্বাসসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে জেলা পুলিশ আবারও দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধে উজ্জীবিত হয়ে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।