ঢাকা শুক্রবার, ৩০শে জানুয়ারী ২০২৬, ১৮ই মাঘ ১৪৩২


সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন


প্রকাশিত:
১০ জুলাই ২০২৫ ২৩:২১

৯ই জুলাাই বুধবার সকাল ১০:৩০ মিঃ তাড়াশ পাবলিক লাইব্রেরী হল রুমে সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানেচলনবিল বার্তার সম্পাদক আব্দুর রাজ্জাক রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র আল কুরআন থেকে তেলেয়াত করেন চলনবিল বার্তার উল্লাপাড়া প্রতিনিধি বিশিষ্ঠ লেখক গবেষক কলামিষ্ট কবি সাংবাদিক ডাঃ আমজাদ হোসেন। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।

অনুষ্ঠানে আব্দুর রাজ্জাক রাজুর লেখা “ সাংবাদিকের কলাম ” বইটির মোড়ক উন্মোচন এবং প্রেস কার্ড বিতারন করেন প্রধান অতিথি তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা নুসরাত জাহান।

এ সময় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম, কৃষি কর্মকর্তা আমিলিয়া জান্নাত, চলনবিল বার্তার নির্বাহী সম্পাদক গোলাম মোস্তফা, চয়ন সম্পাদক এমরান আলী রানা প্রমুখ।