ঢাকা বৃহঃস্পতিবার, ১৮ই ডিসেম্বর ২০২৫, ৫ই পৌষ ১৪৩২


খুলনায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক


প্রকাশিত:
২৬ মে ২০১৯ ১২:৩১

খুলনা মহানগরীর খালিশপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পলাশ শিকদারকে (২০) ইয়াবাসহ আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে নগরীর খালিশপুরের বাস্তুহারা কলোনী থেকে ২০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

খালিশপুর থানার ওসি সরদার মোশারফ হোসেন দেশ রূপান্তরকে জানান, বাস্তুহারা কলোনীতে প্রকাশ্যে ইয়াবা বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ২০ পিস ইয়াবাসহ পলাশকে আটক করা হয়।

ছাত্রলীগ নেতার ইয়াবাসহ গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শাহজালাল সুজন দেশ রূপান্তরকেবলেন, ‘পুলিশের হাতে ইয়াবাসহ আটক হওয়ায় তাৎক্ষণিকভাবে পলাশ শিকদারকে ছাত্রলীগ থেকে বহিস্কার করা হয়েছে।’