ঢাকা সোমবার, ৮ই ডিসেম্বর ২০২৫, ২৪শে অগ্রহায়ণ ১৪৩২


এনায়েতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের মহাসমাবেশ অনুষ্ঠিত


প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০২৫ ১৬:২১

সিরাজগঞ্জ জেলায় এনায়েতপুর থানায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশাল সমাবেশ। শনিবার (০৬ ডিসেম্বর) বিকেলে খামারগ্রাম ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত এ সমাবেশকে ঘিরে পুরো মাঠজুড়ে তৈরি হয় নারী ভোটারদের ঢল, উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ। দূর-দূরান্ত থেকে আসা হাজারো নারী কর্মী-সমর্থকের উপস্থিতিতে সমাবেশটি রূপ নেয় এক মিলনমেলায়।

সমাবেশের প্রধান অতিথি ছিলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি, আফরোজা আব্বাস।

সমাবেশে সভাপতিত্ব করেন— সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক, জনাব মোঃ আমিরুল ইসলাম খান আলীম। তিনি বলেন— “নারী শক্তি কখনো পিছিয়ে ছিল না, আর কখনো পিছিয়ে থাকবে না। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং মানুষের নিরাপত্তা ফেরাতে নারীরাই হবে সবচেয়ে বড় শক্তি।”

ধানের শীষের প্রতীককে আন্দোলন ও আশার প্রতীক উল্লেখ করে তিনি আরও বলেন— “নবীন–প্রবীণ মিলে মিশে ভোট দিব ধানের শীষে। এই দেশের মানুষের আশা–আকাঙ্ক্ষা আজ ধানের শীষের দিকেই তাকিয়ে আছে। আর জনগণই ক্ষমতার উৎস—তাদের রায়ই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।”

এসময় তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দও এখন দাঁড়িপাল্লার কথা বলে বিভ্রান্তি ছড়াতে চাইছে—নাকি দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যায়! রাজনীতির নামে জনগণকে ধর্মীয় বিভ্রান্তিতে ফেলা কখনোই সুস্থ রাজনীতির পরিচয় নয়।”

মহিলা দলের নারী নেত্রী, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে মাঠজুড়ে দেখা যায় উৎসবের আমেজ। হাতে ধানের শীষের পোস্টার, মাথায় ব্যানার, আর স্লোগানে মুখর ছিল চারদিক। তরুণী থেকে প্রবীণ নারী—সকলের উপস্থিতিতে এ সমাবেশটি এনায়েতপুরে বিরল উদাহরণ সৃষ্টি করে।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গত কয়েকদিন ধরে এনায়েতপুর থানা মহিলা দল ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালায়। নারী ভোটারদের কাছে বিএনপির প্রতীক ধানের শীষকে তুলে ধরায় এই প্রচারণা ব্যাপক সাড়া ফেলে বলে নেতৃবৃন্দ জানান। সমাবেশের বিপুল জনসমাগম তারই প্রমাণ।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশের শান্তি, মানুষের কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে হাজারো নারী একসঙ্গে হাত তুলে দেশ ও দলের কল্যাণ কামনা করেন।