ঢাকা রবিবার, ৭ই ডিসেম্বর ২০২৫, ২৩শে অগ্রহায়ণ ১৪৩২


ডুমুরিয়ার গোনালী ওয়ার্ডে জামায়াতে ইসলামীর নির্বাচনী সভা অনুষ্ঠিত


প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৩

ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের গোনালী ৬নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী ওয়ার্ড শাখার উদ্যোগে নির্বাচনী সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় গোনালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ডুমুরিয়া উপজেলা শাখার যুব সভাপতি বিএম আলমগীর হুসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪নং খর্ণিয়া ইউনিয়ন শাখার আমির শেখ আবুল হোসেন, সেক্রেটারী শেখ মুজিবুর রহমান, খান অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মোজতবা কামাল, ৪নং খর্ণিয়া ইউনিয়ন শাখার যুব সভাপতি মোঃ ইনামুল হক, ৫নং ওয়ার্ড সভাপতি মাওলানা মিজানুর রহমান, ৬নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ আকরাম শেখ।

সভায় আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলকে ক্ষমতায় আনার লক্ষ্যে আলোচনা করা হয়।আলোচনা শেষে একটি মিছিল গোনালী বেলতলা বাজার প্রদক্ষিণ করে শেষ হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, গোনালী ওয়ার্ড সভাপতি সরদার আব্দুর রহিম।