ঢাকা শুক্রবার, ১৯শে ডিসেম্বর ২০২৫, ৬ই পৌষ ১৪৩২


বাংলাদেশ স্কাউটস এর জাতীয় আইসিটি ওয়ার্কশপ অনুষ্ঠিত


প্রকাশিত:
১৯ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৮

বাংলাদেশ স্কাউটস এর আইসিটি বিভাগের উদ্যোগে ১৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ বৃহস্পতিবার সকাল ০৯.৩০ মিনিট থেকে দিনব্যাপী “জাতীয় আইসিটি ওয়ার্কশপ” জাতীয় সদর দফতরের শামস হল, ঢাকায় অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে অফিস এ.আই, গুগল অফিস টুলস, বাংলাদেশ স্কাউটস এর ওয়েবসাইড ও পোর্টালের উপর দিনব্যাপী ওয়ার্কশপ পরিচালিত হয়।

বাংলাদেশ স্কাউটস এর অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটির সহ সভাপতি এবং সদস্য, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন ডা: মো: আমিনুল ইসলাম উক্ত ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক, মাধ্যমিক বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), ঢাকা অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, ওয়ার্কশপ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মীর মাহাবুবুর রহমান স্নিগ্ধ, উপ প্রধান জাতীয় কমিশনার, বাংলাদেশ স্কাউটস। ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শামসুল হক, নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব), বাংলাদেশ স্কাউটস।

উক্ত ওয়ার্কশপে বাংলাদেশ স্কাউটস এর আওতাধীন ১৩ টি আঞ্চলিক স্কাউটস থেকে ২৬ জন অংশগ্রহণকারী এবং প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভসহ মোট ৬০ জন অংশগ্রহণ করেন।