ঢাকা শনিবার, ৩১শে জানুয়ারী ২০২৬, ১৯শে মাঘ ১৪৩২


এনসিপি নেতা আখতারকে হত্যার হুমকি


প্রকাশিত:
১৮ মে ২০২৫ ১৪:৪০

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে পরিবারসহ হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি আখতার নিজেই তার ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন।

শনিবার (১৭ মে) রাতে আখতার হোসেন তার ফেসবুকে লিখেছেন, ডাকযোগে আমার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে আমাকে, আমার পরিবার-পরিজনকে খুন করার হুমকি দেওয়া হয়েছে। চিঠির প্রেরকের ছদ্মনাম ‘বুলেট’। চিঠিটা ডাকপিয়ন শুক্রবার বড় ভাইয়ের কাছে দেয়। চিঠি পড়ার পর থেকে বাড়ির মানুষেরা চিন্তিত হয়ে আছেন। যেখানে পাবে, সেখানে খুন করবে, ঝামেলায় ফেলবে এমন হুমকি।

আখতার আরও লিখেছেন, বোনাস লাইফ লিড করতেছি। মৃত্যু কয়েকবার কাছে এসে ফিরে গেছে। মরতে হতে পারে জেনেও প্রতিবাদে পিছপা হইনি, কখনও হবো না। ইন শাআল্লাহ। আল্লাহ ভরসা।